Holy Trio

Holy Trio

Wednesday, June 6, 2012

স্বামী শিষ্য সংবাদ - ২১ বল্লী : Darwin Theory Vs Hindu Darshan

Animal Kingdom বা নিম্নপ্রানীজগতে আমরা সত্য সত্যই struggle for existence, survival of  the fittest প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখতে পাই । তাই Darwin এর theory  কতকটা সত্য বলে প্রতিভাত হয় । কিন্তু human kingdom বা মনুষ্যজগতে, যেখানে rationality র বিকাশ, সেখানে এ নিয়মের উল্টোই দেখা যায় । মনে কর, যাঁদের আমরা really great men  বা ideal বলে জানি, তাঁদের বাহ্য struggle  একেবারেই দেখতে পাওয়া যায় না । Animal  Kingdom বা মনুষ্যেতর  প্রাণীজগতে instinct বা স্বাভাবিক জ্ঞানের প্রাবল্য । মানুষ কিন্তু যত উন্নত হয়, ততই তাতে rationalityর বিকাশ । এইজন্য animal  kingdom এর ন্যায় rational  human  kingdom এ পরের ধ্বংসসাধন করে progress হতে পারে না । মানবের সর্বশ্রেষ্ঠ evolution একমাত্র sacrifice দ্বারা সাধিত হয় । যে পরের জন্য যত sacrifice করতে পারে, মানুষের মধ্যে সে তত বড় । আর নিম্নস্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে, সে তত বলবান জানোয়ার হয়। সুতরাং, Struggle Theory উভয় রাজ্যে equally applicable হতে পারে না । মানুষের struggle হচ্ছে মনে। মনকে যে যত control করতে পেরেছে, সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায়  আত্মার বিকাশ হয় । Animal  Kingdom এ স্থূল  দেহের সংরক্ষণে যে struggle পরিলক্ষিত হয়, human plane of existence এ  মনের ওপর আধিপত্য লাভের জন্য বা সত্ত্ববৃত্তিসম্পন্ন  হবার জন্য সেই struggle চলেছে।জীবন্ত  বৃক্ষ ও পুকুরের জলে পতিত  বৃক্ষছায়ার ন্যায় মনুষ্যেতর প্রাণী ও মনুষ্যজগতে struggle  বিপরীত দেখা যায়।

(স্বামী শিষ্য সংবাদ - ২১ বল্লী )

Monday, April 30, 2012

Divine Love - Complete Works 6


"God is love, and love is God. And God is everywhere. After seeing that God is love and God is everywhere, one does not know whether one stands on one's head or [on one's] feet — like a man who gets a bottle of wine and does not know where he stands. . . If we weep ten minutes for God, we will not know where we are for the next two months. . . We will not remember the times for meals. We will not know what we are eating. [How can] you love God and always be so nice and businesslike? . . .
[People] are all mad. Children are [mad] after their games, the young after the young, the old [are] chewing the cud of their past years; some are mad after gold. Why not some after God? Go crazy over the love of God as you go crazy over Johns and Janes. Who are they? [People] say, "Shall I give up this? Shall I give up that?" One asked, "Shall I give up marriage?" Do not give up anything! Things will give you up. Wait, and you will forget them. 
[To be completely] turned into love of God — there is the real worship!...Such should be the love of God — without asking anything, without seeking anything. . .
…Worship Him as dearer than all your possessions, dearer than all your relatives, [dearer than] your children. [Worship Him as] the one you love as Love itself. There is one whose name is infinite Love. That is the only definition of God
…Now, if the woman loves the man, she cannot love another man. If the man loves the woman, he cannot love another [woman]. Such is the nature of love.
… [Similarly], if a man loves God, how can he love anything else? How can anything else stand before that mighty love of God? Everything else vanishes [before it]. How can the mind stop without going crazy to find [that love], to realize, to feel, to live in that?
Finding love, you will never [want] anything [else]...
At last, love, lover, and beloved become one. That is the goal. ... Why is there any separation between soul and man, between soul and God? . . . Just to have this enjoyment of love. He wanted to love Himself, so He split Himself into many . . . "This is the whole reason for creation", says the lover. "We are all one. 'I and my Father are one.' Just now I am separate in order to love God…”
All the ideals of love — [God] as [our] father, mother, friend, child — [are conceived in order to strengthen devotion in us and make us feel nearer and dearer to God]. The intensest love is that between the sexes. God must be loved with that sort of love. The woman loves her father; she loves her mother; she loves her child; she loves her friend. But she cannot express herself all to the father, nor to the mother, nor to the child, nor to the friend. There is only one person from whom she does not hide anything. So with the man. ... The [husband-] wife relationship is the all-rounded relationship. The relationship of the sexes [has] all the other loves concentrated into one. In the husband, the woman has the father, the friend, the child. In the wife, the husband has mother, daughter, and something else. That tremendous complete love of the sexes must come [for God] — that same love with which a woman opens herself to a man without any bond of blood — perfectly, fearlessly, and shamelessly. No darkness! She would no more hide anything from her lover than she would from her own self. That very love must come [for God]. These things are hard and difficult to understand. You will begin to understand by and by, and all idea of sex will fall away. "Like the water drop on the sand of the river bank on a summer day, even so is this life and all its relations."
All these ideas [like] "He is the creator", are ideas fit for children. He is my love, my life itself — that must be the cry of my heart! ..."

- Swami Vivekananda

Friday, April 13, 2012

গুরুকৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন - ঠাকুরের অভয়দান


শ্রীরামকৃষ্ণ  (মাস্টারের প্রতি)- কেউ কেউ মনে করে, আমার বুঝি জ্ঞানভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব । গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই ।
 একটা ছাগলের পালে বাঘ পড়েছিল । লাফ দিতে গিয়ে, বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল । বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো । তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায় । তারাও "ভ্যা ভ্যা" করে, সেও  "ভ্যা ভ্যা" করে । ক্রমে ছানাটা খুব বড় হলো । একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল । সে ঘাসখেকো বাঘটাকে দেখে অবাক ! তখন দৌড়ে এসে তাকে ধরলে । সেটাও "ভ্যা ভ্যা" করতে লাগলো । তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল । বললে, "দেখ, জলের ভিতর তোর মুখ দেখ - ঠিক আমার  মতো দেখ । আর এই নে খানিকটা মাংস - এইটে খা ।" এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো । সে কোনো মতে খাবে না - "ভ্যা ভ্যা" করছিল ।রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে । নূতন বাঘটা বললে, "এখন বুঝিছিস, আমিও যা তুইও তা; এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় ।"
"তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই! তিনি জানিয়ে দেবেন, তুমি কে, তোমার স্বরূপ কি ।
"একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন, এই এই । তখন সে নিজেই বুঝতে পারবে, কোনটা সৎ, কোনটা অসৎ । ঈশ্বরই সত্য, এ-সংসার অনিত্য  ।"

"মা, তুমিই ব্রজের কাত্যায়নী"

তুমি স্বর্গ, তুমি মর্ত্য মা, তুমি সে পাতাল ।
তোমা হতে হরি ব্রহ্মা, দ্বাদশ গোপাল ।
দশ মহাবিদ্যা মাতা দশ অবতার ।
এবার কোনরূপে আমায় করিতে হবে পার ।

কথামৃত

 শ্রীরামকৃষ্ণ - বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয় ।
"শাস্ত্রের সার জেনে নিতে হয় । তারপর আর গ্রন্থের কি দরকার !
"সারটুকু জেনে ডুব মারতে হয় - ঈশ্বরলাভের জন্য ।
"আমায় মা জানিয়ে দিয়েছেন, বেদান্তের সার - ব্রহ্ম সত্য, জগত মিথ্যা । গীতার সার - দশবার গীতা বললে যা হয়, অর্থাত 'ত্যাগী, ত্যাগী' ।"
---------------
শ্রীরামকৃষ্ণ - গীতার সার মানে - হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন কর ।
নবদ্বীপ - ত্যাগ করবার মন কই হচ্ছে?
শ্রীরামকৃষ্ণ - তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, - তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে ।
"তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন - তুমি হাজার মনে কর, ত্যাগ করতে পারবে না - তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে, তোমায় সংসারের কাজ করতেই হবে ।
"কৃষ্ণ অর্জুনকে বলছেন - তুমি যুদ্ধ করবে না, কি বলছ? - তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করবে ।"
---------------
"যোগ ভোগ । তোমরা গোস্বামীবংশ তোমাদের দুই-ই আছে।
"এখন কেবল তাঁকে প্রার্থনা কর, আন্তরিক প্রার্থনা - 'হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য - আমি চাই না - আমি তোমায় চাই ।'
"তিনি তো সর্বভূতেই আছেন - তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে - যার মন-প্রাণ-অন্তরাত্মা সব, তাঁতে গত হয়েছে 







Monday, March 12, 2012

নাম মাহাত্ম্য - উপায়

শ্রীরামকৃষ্ণ - তাঁর নাম কল্লে সব পাপ কেটে যায় ! কাম, ক্রোধ, শরীরের সুখ-ইচ্ছা - এ সব পালিয়ে যায় ।
একজন ভক্ত - তাঁর নাম করতে ভালো কই লাগে?
শ্রীরামকৃষ্ণ - ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা কর, যাতে তাঁর নামে রুচি হয় । তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন -
শ্রীরামকৃষ্ণ - ত্বন্নামে অরুচি ! বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না । যদি একটু রুচি থাকে, ডাক না কেন? যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে । তাঁর কৃপা হবেই হবে ।
"যেমন ভাব তেমনি লাভ । দুজন বন্ধু পথে যাচ্ছে । এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল । একজন বন্ধু বললে, 'এস ভাই, একটু ভাগবত শুনি।' আর-একজন উঁকি মেরে দেখলে । তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল । সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো । সে আপনা-আপনি বলতে লাগলো, "ধিক আমাকে ! বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি!' এদিকে যে ভাগবত শুনছে, তার ধিক্কার হয়েছে । সে ভাবছে, 'আমি কি বোকা! কি ব্যর ব্যার করে বকছে, আর আমি এখানে বসে আছি! বন্ধু আমার কেমন আমোদ-আহ্লাদ করছে।' এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল, তাকে যমদূত নিয়ে গেল; যে বেশ্যালয়ে গিছিল, তাকে বিষ্ণুদূত বৈকুন্ঠে নিয়ে গেল ।
ভগবান মন দেখেন । কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না । 'ভাবগ্রাহী জনার্দন ।'
"কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে এখন 'মন তর' । অর্থাত এখন সব তর মনের উপর নির্ভর করছে ।
"তারা বলে, 'যার ঠিক মন, তার ঠিক করণ, তার ঠিক লাভ।'

Friday, March 9, 2012

প্রেমতত্ত্ব - কথামৃত

শ্রীরামকৃষ্ণ  - তোমরা 'প্যাম' 'প্যাম' কর; কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের 'প্রেম' হয়েছিল । প্রেমের দুটি লক্ষণ । প্রথম - জগত ভুল হয়ে যাবে । এত ঈশ্বরেতে ভালবাসা যে বাহ্যশুন্য ! চৈতন্যদেব "বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রীযমুনা ভাবে ।"
"দ্বিতীয় লক্ষণ - নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে ।
"ঈশ্বরলাভের কতকগুলি লক্ষণ আছে । যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বরলাভের আর দেরী নাই ।
"অনুরাগের ঐশ্বর্য কি কি ? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নামগুণকীর্তন, সত্যকথা - এই সব ।
"এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায়, ঈশ্বর  দর্শনের আর দেরী নাই । বাবু কোন খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়! প্রথমে বন-জঙ্গল কাটা হয়, ঝুলঝাড়া হয়; ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই সতরঞ্চি, গুরগুরি এই সব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন । এই সব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না, বাবু এসে পড়লেন বলে ।" 

Tuesday, March 6, 2012

Jeeva jnaan'e Shiva Seva - Swami Vivekanannda

"I should see God in the poor and it is for my salvation that I go and worship them. The poor and the miserable are for our salvation, so that we may serve the Lord, coming in the shape of the distressed, coming in the shape of the lunatic, the leper, the sinner. Bold are my words and let me repeat that it is the greatest privilege in our lives that we are allowed to serve the Lord in all these shapes."

"Let all other vain gods disappear for the time from our minds. This is the only god that is awake, our own race, everywhere his hands, everywhere his feet, everywhere his ears; he covers everything. All other gods are sleeping. What vain gods shall we go after and yet cannot worship the god we see all around us, the Virat? When we have worshiped this, we shall eb able to worship all other gods."

"Liberation is only for him who gives up everything for others, whereas others who tax their brain day and night harping on "my salvation", "my salvation", wander about with their true well-being ruined, both present and prospective."

"After so much austerity, I have understood this as the real truth; God is present in every Jiva, there is no other God besides that. Who serves Jiva serves God indeed."

"The national ideals of India are renunciation and service."

"Those who want to help mankind must take their own pleasure and pain, name and fame, and all sorts of interests, and make a bundle of them and throw them into the sea and then come to the Lord. This is what all the masters said and did."

Monday, February 27, 2012

পাপবাদ - কথামৃত

প্রতিবেশী - আমরা পাপী, আমাদের কি হবে ?
শ্রীরামকৃষ্ণ - তাঁর নামগুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়  । দেহবৃক্ষে পাপপাখি; তাঁর নামকীর্তন যেন হাততালি দেওয়া । হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তাঁর নামগুণকীর্তনে চলে যায় ।
"আবার দেখ, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা-আপনি শুকিয়ে যায় । তেমনি তাঁর নামগুণকীর্তনে পাপ-পুষ্করিনীর জল আপনা-আপনি শুকিয়ে যায় ।
"রোজ অভ্যাস করতে হয় । সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে, তার বিবি একপায়ে দাঁড়িয়ে রয়েছে । কত অভ্যাসে ঐটি হয়েছে ।
 "আর তাঁকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদ ।
"এই দুটি উপায় - অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা ।"


Friday, February 24, 2012

ঈশ্বর কি নিষ্ঠুর ? - কথামৃত

সুখ দুঃখের কথা হইতেছে । ঈশ্বর এত দুঃখ কেন করেছেন?
মাস্টার - বিদ্যাসাগর অভিমান করে বলেন, "ঈশ্বর কে  ডাকবার আর কি দরকার ! দেখ চেঙ্গিস খান যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দী  করলে; ক্রমে প্রায় এক লক্ষ বন্দী জমে গেল । তখন সেনাপতিরা এসে বললে মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ । কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ । তখন চেঙ্গিস খান বললেন, তাহলে কি করা যায় । ওদের সব বধ কর । তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল । এই হত্যাকান্ড তো ঈশ্বর দেখলেন? কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকেন থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না । আমার তো কোন উপকার হলো না ।"
শ্রীরামকৃষ্ণ - ঈশ্বরের কার্য কি বুঝা যায়, তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন । তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নাই, তোমার পাদপদ্মে ভক্তি দিও । মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তিলাভ । আর সব মা জানেন । বাগানে আম খেতে এসেছি; কত গাছ, কত ডাল, কত কোটি পাতা -  এ সব বসে বসে হিসাব করবার আমার কি দরকার ! আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই ।

Monday, February 20, 2012

কথামৃত

"দেখ ! ঈশ্বরকে দেখা যায় । 'অবাংমনসোগোচর' বেদে বলেছে : এর মানে বিষয়াসক্ত মনের অগোচর । বৈষ্ণবচরণ বলত , তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর । তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এই সব প্রয়োজন । তবে চিত্তশুদ্ধি হয় । তবে তাঁর দর্শন হয় । ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় । তখন মুখ দেখা যায় । ময়লা আরশিতেও মুখ দেখা যায়ে না ।
"চিত্তশুদ্ধির  পর ভক্তিলাভ করলে, তবে তাঁর কৃপায় তাঁকে দর্শন হয় । দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায় । আগে থাকতে লেকচার দেওয়া ভাল নয় ।
"হৃদয়্মন্দির আগে পরিষ্কার করতে হয়; ঠাকুর প্রতিমা আনতে হয়; পূজার আয়োজন করতে হয় । কোন আয়োজন নাই, ভো ভো করে শাঁক বাজানো, তাতে কি হবে? "
"আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? একশোবার "আমি পাপী" "আমি পাপী" বললে তাই হয়ে যায় । এমন বিশ্বাস করা চাই যে, তাঁর নাম করেছি - আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ-মা; তাঁকে বল যে, পাপ করেছি, আর কখনও করব না । আর তাঁর নাম কর, তাঁর নামে সকলে দেহ-মন পবিত্র কর - জিহ্বাকে পবিত্র কর ।

Friday, February 17, 2012

জাতিভেদ - কথামৃত

" এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে । সে উপায় - ভক্তি । ভক্তের জাতি নাই । ভক্তি হলেই দেহ, মন, আত্মা - সব শুদ্ধ হয় । গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচন্ডালে কোল দিলেন । ভক্তি না থাকলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয় । ভক্তি থাকলে চন্ডাল, চন্ডাল নয় । অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয় ।"

Hindu Women

"The very peculiarity of Hindu women, which they have developed and which is the idea of their life, is that of the mother. If you enter a Hindu's home, you will not find the wife to be the same equal companion of the husband as you find her here. But when you find the mother, she is the very pillar of the Hindu home. The wife must wait to become the mother, and then she will be everything.

If one becomes a monk, his father will have to salute him first because he has become a monk and is therefore superior to him. But to his mother he — monk or no monk — will have to go down on his knees and prostrate himself before her. He will then put a little cup of water before her feet, she will dip her toe in it, and he will have to drink of it. A Hindu son gladly does this a thousand times over again!

Where the Vedas teach morality, the first words are, “Let the mother be your God" (Taittiriya Upanishad 1.11.) — and that she is. When we talk of woman in India, our idea of woman is mother. The value of women consists in their being mothers of the human race. That is the idea of the Hindu.

I have seen my old master taking little girls by the hands, placing them in a chair and actually worshiping them — placing flowers at their feet and prostrating himself before these little children — because they represented the mother God.

The mother is the God in our family. The idea is that the only real love that we see in the world, the most unselfish love, is in the mother — always suffering, always loving. And what love can represent the love of God more than the love which we see in the mother? Thus the mother is the incarnation of God on earth to the Hindu.

"That boy alone can understand God who has been first taught by his mother."...

...The love which my mother gave to me has made me what I am, and I owe a debt to her that I can never repay.

Why should the Hindu mother be worshiped? Our philosophers try to find a reason and they come to this definition: We call ourselves the Aryan race. What is an Aryan? He is a man whose birth is through religion. This is a peculiar subject, perhaps, in this country; but the idea is that a man must be born through religion, through prayers. If you take up our law books you will find chapters devoted to this — the prenatal influence of a mother on the child.

I know that before I was born, my mother would fast and pray and do hundreds of things which I could not even do for five minutes. She did that for two years. I believe that whatever religious culture I have, I owe to that. It was consciously that my mother brought me into the world to be what I am. Whatever good impulse I have was given to me by my mother — and consciously, not unconsciously.

"A child materially born is not an Aryan; the child born in spirituality is an Aryan." For all this trouble — because she has to make herself so pure and holy in order to have pure children — she has a peculiar claim on the Hindu child. And the rest [of her traits] is the same with all other nations: she is so unselfish. But the mother has to suffer most in our families.

The mother has to eat last...

The first part of the food — when it is ready — belongs to the guests and the poor, the second to the lower animals, the third to the children, the fourth to the husband, and last comes the mother. How many times I have seen my mother going to take her first meal when it was two o'clock. We took ours at ten and she at two because she had so many things to attend to. [For example], someone knocks at the door and says, "Guest", and there is no food except what was for my mother. She would give that to him willingly and then wait for her own. That was her life and she liked it. And that is why we worship mothers as gods.
 ...
 Now the Hindu has developed this side. But will this side be enough? Let the Hindu woman who is the mother become the worthy wife also, but do not try to destroy the mother. That is the best thing you can do...

And similarly, I think (I tell it with the best spirit) that you had better add to your national character a little more of the mother side of the Hindu nature! This was the first verse that I was taught in my life, the first day I went to school: "He indeed is a learned man who looks upon all women as his mother, who looks upon every man's property as so much dust, and looks upon every being as his own soul".

There is the other idea of the woman working with the man. It is not that the Hindus had not those ideals, but they could not develop them.

It is alone in the Sanskrit language that we find four words meaning husband and wife together. It is only in our marriage that they [both] promise, "What has been my heart now may be thine". It is there that we see that the husband is made to look at the Pole-star, touching the hand of his wife and saying, "As the Pole-star is fixed in the heavens, so may I be fixed in my affection to thee". And the wife does the same.

[In the earlier part of the same lecture, the part that precedes this section, Swamiji had said the following]

The oldest Sanskrit poem in existence, the Ramayana, has embodied the loftiest Hindu ideal of a woman in the character of Sitâ...

There is another peculiar conception of the Hindu. Those who have been studying with me are aware that the central conception of Hindu philosophy is of the Absolute; that is the background of the universe. This Absolute Being, of whom we can predicate nothing, has Its powers spoken of as She — that is, the real personal God in India is She. This Shakti of the Brahman is always in the feminine gender.

Rama is considered the type of the Absolute, and Sita that of Power...I will quote a passage from her life that is very much suited to the ladies of this country.

The picture opens when she was in the forest with her husband, whither they were banished. There was a female sage whom they both went to see. Her fasts and devotions had emaciated her body.

Sita approached this sage and bowed down before her. The sage placed her hand on the head of Sita and said: "It is a great blessing to possess a beautiful body; you have that. It is a greater blessing to have a noble husband; you have that. It is the greatest blessing to be perfectly obedient to such a husband; you are that. You must be happy".

Sita replied, "Mother, I am glad that God has given me a beautiful body and that I have so devoted a husband. But as to the third blessing, I do not know whether I obey him or he obeys me. One thing alone I remember, that when he took me by the hand before the sacrificial fire — whether it was a reflection
of the fire or whether God himself made it appear to me — I found that I was his and he was mine. And since then, I have found that I am the complement of his life, and he of mine"."
 - SV, ‘The Women of India’, Cambridge, 17 December 1894

[Lecture delivered to an audience of Western women with the purpose of addressing some well-entrenched misconceptions of the West about India. This was one of his early lectures in the West - in fact, about a year or so after the Parliament of Religions - in his first round of visit to the West, where he was required to explain many aspects of Indian culture. The complete lecture is lengthy and complex, touching over various issues starting from womanhood to the synthesis of world civilizations. You may have access to the whole lecture in Complete Works vol. 9 (section 'Lectures & Discourses'), which is also available online]

Description: http://mail.google.com/mail/images/cleardot.gif

Wednesday, February 15, 2012

মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় - কথামৃত

"যেমন সংসারীদের মধ্যে সত্ত্ব, রজঃ, তমঃ তিন গুণ আছে; তেমনি ভক্তিরও সত্ত্ব, রজঃ, তমঃ তিন গুণ আছে ।"
"সংসারীর সত্ত্বগুণ কিরকম জানো ? বাড়িটি এখানে ভাঙ্গা, ওখানে ভাঙ্গা - মেরামত করে না । ঠাকুরদালানে পায়রাগুলো হাগছে, উঠানে শেওলা পড়েছে হুঁশ নাই । আসবাবগুলো পুরানো, ফিটফাট করবার চেষ্টা নাই । কাপড় যা তাই একখানা হলেই হলো । লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক ; কারু কোনো অনিষ্ট করে না ।
"সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে । ঘড়ি, ঘড়ির চেন, হাতে দুই-তিনটা আংটি । বাড়ির আসবাব খুব ফিটফাট । দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি । বাড়িটি চুনকাম করা, যেন কোনখানে একটু দাগ নাই । নানারকমের ভালো পোশাক । চাকরদেরও পোশাক । এমনি এমনি সব ।
 "সংসারীর তমোগুনের লক্ষণ - নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার এই সব ।
"আর  ভক্তির সত্ত্ব আছে । যে ভক্তের সত্ত্বগুন আছে, সে ধ্যান করে অতি গোপনে । সে হয়ত মশারির ভিতর ধ্যান করে - সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই , তাই উঠতে দেই হচ্ছে । এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত ; শাকান্ন পেলেই হলো । খাবার ঘটা নাই । পোশাকের আড়ম্বর নাই । বাড়ির আসবাবের জাঁকজমক নাই । আর সত্ত্বগুনী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না ।
"ভক্তির রজঃ থাকলে সে ভক্তের হয়ত তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে । সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা । যখন পূজা করে, গরদের কাপড় পরে পূজা করে ।"
ভক্তির তমঃ যার হয়, তার বিশ্বাস জ্বলন্ত । ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে । যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া । "মারো কাটো বাঁধো!" এইরূপ ডাকাত পড়া ভাব ।
"কি! আমি তাঁর নাম করেছি - আমার  আবার পাপ ! আমি তাঁর ছেলে । তাঁর ঐশ্বর্যের অধিকারী ! এমন রখ হওয়া চাই !
"তমোগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় । তাঁর কাছে জোর কর; তিনি তো  পর নন, তিনি আপনার লোক । আবার দেখ , এই তমোগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় । বৈদ্য তিন প্রকার - উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য । যে বৈদ্য এসে নাড়ী টিপে 'ঔষধ খেও হে' এই কথা বলে চলে যায়ে, সে অধম বৈদ্য - রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়ে - যে মিষ্ট কথাতে বলে, 'ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে! লক্ষীটি খাও, আমি নিজে ঔষধ মেড়ে দিচ্ছি খাও' - সে মধ্যম বৈদ্য । আর যে বৈদ্য, রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় - সে উত্তম বৈদ্য । এই বৈদ্যের তমোগুণ, এ- গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না ।
 "বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার । ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না -  সে আচার্য অধম। যিনি শিষ্যদের  মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয়-বিনয় করেন, ভালবাসা দেখান - তিনি মধ্যম থাকার আচার্য । আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন,  তাঁরে বলি উত্তম আচার্য । "