Holy Trio

Holy Trio

Monday, February 20, 2012

কথামৃত

"দেখ ! ঈশ্বরকে দেখা যায় । 'অবাংমনসোগোচর' বেদে বলেছে : এর মানে বিষয়াসক্ত মনের অগোচর । বৈষ্ণবচরণ বলত , তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর । তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এই সব প্রয়োজন । তবে চিত্তশুদ্ধি হয় । তবে তাঁর দর্শন হয় । ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় । তখন মুখ দেখা যায় । ময়লা আরশিতেও মুখ দেখা যায়ে না ।
"চিত্তশুদ্ধির  পর ভক্তিলাভ করলে, তবে তাঁর কৃপায় তাঁকে দর্শন হয় । দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায় । আগে থাকতে লেকচার দেওয়া ভাল নয় ।
"হৃদয়্মন্দির আগে পরিষ্কার করতে হয়; ঠাকুর প্রতিমা আনতে হয়; পূজার আয়োজন করতে হয় । কোন আয়োজন নাই, ভো ভো করে শাঁক বাজানো, তাতে কি হবে? "
"আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? একশোবার "আমি পাপী" "আমি পাপী" বললে তাই হয়ে যায় । এমন বিশ্বাস করা চাই যে, তাঁর নাম করেছি - আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ-মা; তাঁকে বল যে, পাপ করেছি, আর কখনও করব না । আর তাঁর নাম কর, তাঁর নামে সকলে দেহ-মন পবিত্র কর - জিহ্বাকে পবিত্র কর ।

No comments:

Post a Comment