Animal Kingdom বা নিম্নপ্রানীজগতে আমরা সত্য সত্যই struggle for existence, survival of the fittest প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখতে পাই । তাই Darwin এর theory কতকটা সত্য বলে প্রতিভাত হয় । কিন্তু human kingdom বা মনুষ্যজগতে, যেখানে rationality র বিকাশ, সেখানে এ নিয়মের উল্টোই দেখা যায় । মনে কর, যাঁদের আমরা really great men বা ideal বলে জানি, তাঁদের বাহ্য struggle একেবারেই দেখতে পাওয়া যায় না । Animal Kingdom বা মনুষ্যেতর প্রাণীজগতে instinct বা স্বাভাবিক জ্ঞানের প্রাবল্য । মানুষ কিন্তু যত উন্নত হয়, ততই তাতে rationalityর বিকাশ । এইজন্য animal kingdom এর ন্যায় rational human kingdom এ পরের ধ্বংসসাধন করে progress হতে পারে না । মানবের সর্বশ্রেষ্ঠ evolution একমাত্র sacrifice দ্বারা সাধিত হয় । যে পরের জন্য যত sacrifice করতে পারে, মানুষের মধ্যে সে তত বড় । আর নিম্নস্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে, সে তত বলবান জানোয়ার হয়। সুতরাং, Struggle Theory উভয় রাজ্যে equally applicable হতে পারে না । মানুষের struggle হচ্ছে মনে। মনকে যে যত control করতে পেরেছে, সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয় । Animal Kingdom এ স্থূল দেহের সংরক্ষণে যে struggle পরিলক্ষিত হয়, human plane of existence এ মনের ওপর আধিপত্য লাভের জন্য বা সত্ত্ববৃত্তিসম্পন্ন হবার জন্য সেই struggle চলেছে।জীবন্ত বৃক্ষ ও পুকুরের জলে পতিত বৃক্ষছায়ার ন্যায় মনুষ্যেতর প্রাণী ও মনুষ্যজগতে struggle বিপরীত দেখা যায়।
(স্বামী শিষ্য সংবাদ - ২১ বল্লী )
(স্বামী শিষ্য সংবাদ - ২১ বল্লী )
No comments:
Post a Comment