" এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে । সে উপায় - ভক্তি । ভক্তের জাতি নাই । ভক্তি হলেই দেহ, মন, আত্মা - সব শুদ্ধ হয় । গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচন্ডালে কোল দিলেন । ভক্তি না থাকলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয় । ভক্তি থাকলে চন্ডাল, চন্ডাল নয় । অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয় ।"
No comments:
Post a Comment