Holy Trio

Holy Trio

Friday, April 13, 2012

কথামৃত

 শ্রীরামকৃষ্ণ - বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয় ।
"শাস্ত্রের সার জেনে নিতে হয় । তারপর আর গ্রন্থের কি দরকার !
"সারটুকু জেনে ডুব মারতে হয় - ঈশ্বরলাভের জন্য ।
"আমায় মা জানিয়ে দিয়েছেন, বেদান্তের সার - ব্রহ্ম সত্য, জগত মিথ্যা । গীতার সার - দশবার গীতা বললে যা হয়, অর্থাত 'ত্যাগী, ত্যাগী' ।"
---------------
শ্রীরামকৃষ্ণ - গীতার সার মানে - হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন কর ।
নবদ্বীপ - ত্যাগ করবার মন কই হচ্ছে?
শ্রীরামকৃষ্ণ - তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, - তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে ।
"তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন - তুমি হাজার মনে কর, ত্যাগ করতে পারবে না - তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে, তোমায় সংসারের কাজ করতেই হবে ।
"কৃষ্ণ অর্জুনকে বলছেন - তুমি যুদ্ধ করবে না, কি বলছ? - তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করবে ।"
---------------
"যোগ ভোগ । তোমরা গোস্বামীবংশ তোমাদের দুই-ই আছে।
"এখন কেবল তাঁকে প্রার্থনা কর, আন্তরিক প্রার্থনা - 'হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য - আমি চাই না - আমি তোমায় চাই ।'
"তিনি তো সর্বভূতেই আছেন - তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে - যার মন-প্রাণ-অন্তরাত্মা সব, তাঁতে গত হয়েছে 







No comments:

Post a Comment