Holy Trio

Holy Trio

Monday, March 12, 2012

নাম মাহাত্ম্য - উপায়

শ্রীরামকৃষ্ণ - তাঁর নাম কল্লে সব পাপ কেটে যায় ! কাম, ক্রোধ, শরীরের সুখ-ইচ্ছা - এ সব পালিয়ে যায় ।
একজন ভক্ত - তাঁর নাম করতে ভালো কই লাগে?
শ্রীরামকৃষ্ণ - ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা কর, যাতে তাঁর নামে রুচি হয় । তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন -
শ্রীরামকৃষ্ণ - ত্বন্নামে অরুচি ! বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না । যদি একটু রুচি থাকে, ডাক না কেন? যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে । তাঁর কৃপা হবেই হবে ।
"যেমন ভাব তেমনি লাভ । দুজন বন্ধু পথে যাচ্ছে । এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল । একজন বন্ধু বললে, 'এস ভাই, একটু ভাগবত শুনি।' আর-একজন উঁকি মেরে দেখলে । তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল । সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো । সে আপনা-আপনি বলতে লাগলো, "ধিক আমাকে ! বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি!' এদিকে যে ভাগবত শুনছে, তার ধিক্কার হয়েছে । সে ভাবছে, 'আমি কি বোকা! কি ব্যর ব্যার করে বকছে, আর আমি এখানে বসে আছি! বন্ধু আমার কেমন আমোদ-আহ্লাদ করছে।' এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল, তাকে যমদূত নিয়ে গেল; যে বেশ্যালয়ে গিছিল, তাকে বিষ্ণুদূত বৈকুন্ঠে নিয়ে গেল ।
ভগবান মন দেখেন । কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না । 'ভাবগ্রাহী জনার্দন ।'
"কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে এখন 'মন তর' । অর্থাত এখন সব তর মনের উপর নির্ভর করছে ।
"তারা বলে, 'যার ঠিক মন, তার ঠিক করণ, তার ঠিক লাভ।'

Friday, March 9, 2012

প্রেমতত্ত্ব - কথামৃত

শ্রীরামকৃষ্ণ  - তোমরা 'প্যাম' 'প্যাম' কর; কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের 'প্রেম' হয়েছিল । প্রেমের দুটি লক্ষণ । প্রথম - জগত ভুল হয়ে যাবে । এত ঈশ্বরেতে ভালবাসা যে বাহ্যশুন্য ! চৈতন্যদেব "বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রীযমুনা ভাবে ।"
"দ্বিতীয় লক্ষণ - নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে ।
"ঈশ্বরলাভের কতকগুলি লক্ষণ আছে । যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বরলাভের আর দেরী নাই ।
"অনুরাগের ঐশ্বর্য কি কি ? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নামগুণকীর্তন, সত্যকথা - এই সব ।
"এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায়, ঈশ্বর  দর্শনের আর দেরী নাই । বাবু কোন খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়! প্রথমে বন-জঙ্গল কাটা হয়, ঝুলঝাড়া হয়; ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই সতরঞ্চি, গুরগুরি এই সব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন । এই সব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না, বাবু এসে পড়লেন বলে ।" 

Tuesday, March 6, 2012

Jeeva jnaan'e Shiva Seva - Swami Vivekanannda

"I should see God in the poor and it is for my salvation that I go and worship them. The poor and the miserable are for our salvation, so that we may serve the Lord, coming in the shape of the distressed, coming in the shape of the lunatic, the leper, the sinner. Bold are my words and let me repeat that it is the greatest privilege in our lives that we are allowed to serve the Lord in all these shapes."

"Let all other vain gods disappear for the time from our minds. This is the only god that is awake, our own race, everywhere his hands, everywhere his feet, everywhere his ears; he covers everything. All other gods are sleeping. What vain gods shall we go after and yet cannot worship the god we see all around us, the Virat? When we have worshiped this, we shall eb able to worship all other gods."

"Liberation is only for him who gives up everything for others, whereas others who tax their brain day and night harping on "my salvation", "my salvation", wander about with their true well-being ruined, both present and prospective."

"After so much austerity, I have understood this as the real truth; God is present in every Jiva, there is no other God besides that. Who serves Jiva serves God indeed."

"The national ideals of India are renunciation and service."

"Those who want to help mankind must take their own pleasure and pain, name and fame, and all sorts of interests, and make a bundle of them and throw them into the sea and then come to the Lord. This is what all the masters said and did."